সপ্ত অপরিহানীয় ধর্ম

এক সময় ভগবান বুদ্ধ অজাতশত্রুর অমাত্যকে উপলক্ষ্য করে আনন্দকে বলেছিলেন আনন্দ! ইহলোকে যারা সপ্ত অপরিহানীয় ধর্মে সম্যকরূপে প্রতিষ্ঠিত থাকবে তাহাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। বরং ইহা তাদের ভবিষ্যতের সুখের কারণ হয়ে থাকে। সেই সপ্ত অপরিহানীয় ধর্ম হচ্ছে

১) যারা সভা-সমিতিতে সর্বদা একত্রে একত্রিত হয়।

২) সর্বদা একাতাবদ্ধ ভাবে একত্রিত হয় এবং সভার শেষে সকলে একসঙ্গে চলে যায় এবং সভায় প্রস্তাবিত কাজ একযোগে সম্পাদন করে।

৩) যারা দেশে ও সমাজে কুনীতির প্রবর্তন করে না, পূর্বে নির্ধারিত সূনীতির উচ্ছেদ সাধন করে না বরং প্রাচীন সুনীতি যথাযথভাবে মেনে চলে।

৪) যারা বুদ্ধগণকে সৎকার, গৌরব, সম্মান ও পূজা করে এবং তাদের বাক্য শ্রবণ ও গ্রহণ করা উচিত বলে মনে করে।

৫) যারা কোন কূল স্ত্রী বা কূল কুমারীদের সতীত্ব নষ্ট করে না; বরং ধর্ম দ্বারে নারীদেরকে স্বাধীনতা প্রদান করে।

৬) গ্রাম - মধ্যে ও গ্রামের বাইরে যেসব চৈত্য আছে, যারা সেই চৈত্যর সৎকার,  গৌরব, সম্মান ও পূজা করে এবং সেই চৈত্য সমূহের পূর্বে প্রচলিত ধর্মত দানকর্ম ও পূজার পরিহানি করে না।

৭) যারা অর্হৎ ও শীলবানদের ধর্মত রক্ষা করে, পালন কর, তাহাদের সুখ-সুবিধার সুব্যবস্থা করে এবং যেই দেশের অর্হৎগণ আসেন নাই, তারা কি প্রকারে দেশে আসিবেন, উপস্থিত অর্হৎগণ  দেশে নিরাপদে বাস করিতেছেন কিনা সর্বদা অনুসন্ধান করে; তাহাদের শ্রীবৃদ্ধি হয়ে থাকে, পরিহানি হয় না । তাদের কেউ পরাজিত করতে পারে না।

বর্তমানে বাঙ্গালী বৌদ্ধ জাতি নিজেদের মধ্যে ভেদাভেদ এ লিপ্ত। সময়ের প্রয়োজনে বৌদ্ধ জাতিকে সপ্ত অপরিহানীয় ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করার সংকল্প করতে হবে।

Tags - SoptoOporihaiya Dhamma, সপ্ত অপরিহানীয় ধর্ম

No comments:

Post a Comment