খাগড়াছড়ির আদিবাসী মেয়েটিকে ডিঙিয়ে তুমি ছুটে যাচ্ছো
গণধর্ষণের শিকার মেয়েটিকে ডিঙিয়ে তুমি ছুটে যাচ্ছো,
মিলিটারির গুলিতে অসংখ্য আহত আদিবাসীকে ডিঙিয়ে
তুমি ছুটে যাচ্ছো, আগুনে পুড়ছে বাড়িঘর, তুমি ছুটে যাচ্ছো।
সামান্য ভিটেমাটি আঁকড়ে স্বধর্মে বেঁচে থাকার আকুতি নিয়ে
আততায়ীর কাছেই ভিক্ষে চাইছে প্রাণ,
তুমি দেখেও থামছো না, বরং ছুটছো।
সংঘবদ্ধ সন্ত্রাসের শিকার হয়ে ঘরে বাইরে আজ
মানুষের খুলি উড়ে গেছে,
মুখ থেতলে গেছে, বুক রক্তাক্ত।
মুক্তচিন্তকদের মুণ্ডু পড়ে আছে রাস্তায়,
রক্তে ভাসছে মস্তিস্কের টুকরো,
সেই রক্তে জুতো ভিজে গেছে তোমার, তুমি ছুটছো,
অসংখ্য লাশকে পায়ে মাড়িয়ে তুমি ছুটে যাচ্ছো।
জিহাদিদের নারকীয় উল্লাসের ভেতর দিয়ে তুমি ছুটছো।
ভয়ে সিঁটিয়ে আছে মানুষ, তোমার স্বজন, তোমার প্রতিবেশি,
যে কোনও সময় যে কেউ পিটিয়ে মেরে ফেলতে পারে যে কাউকে ।
যে কোনও সময় যে কেউ ধর্ষণের আর সন্ত্রাসের শিকার হতে পারে।
তুমি জানো কিন্তু ফিরে তাকাচ্ছো না কারও দিকে, তোমার সময় নেই,
তুমি ছুটছো।
তোমার দেশ তলিয়ে যাচ্ছে গভীর অন্ধকারে,
হাহাকার ছাড়া কোথাও কোনও শব্দ নেই,
অথচ সাড়ে পাঁচ হাজার কিলোমিটার দূরে তুমি যাবে,
তুমি ভিনদেশে যাবে, গাজায়,
যেখানে শিশুরা কাঁদছে, নারী পুরুষ কাঁদছে,
তুমি তাদের চোখের জল মুছিয়ে দিতে যাচ্ছো।
তোমার চোখ থেকে অবিরল ঝরে পড়ছে জল,
তোমার হৃদয় কাঁদছে তাদের জন্য,
কাঁদছে, যদিও তাদের ভাষা তুমি জানো না,
যদিও তাদের সংস্কৃতি তুমি জানো না,
যদিও তাদের ইতিহাস তুমি সবটা জানো না,
যদিও তাদের বেদনা তুমি সম্পূর্ণ অনুভব করতে পারো না,
তারপরও তুমি কাঁদছো, তুমি তাদের কাছে ছুটছো
কারণ তারা তোমার ধর্মের লোক, তারা মুসলমান।
No comments:
Post a Comment